Monday, January 23, 2017

KOBI SYED SHAMSUL HAQUE : কবি শামসুল হক তোমায় প্রণাম (সনেট কবিতা)

 বই ডাউন লোড করার জন্যই এই পেইজটি সংযোজন করা হয়েছে। তবু্ও মাঝে মধ্যে পড়ে নিন কিছু কবিতা, ছড়া ও গল্প।

 

KOBI SYED SHAMSUL HAQUE : কবি শামসুল হক তোমায় প্রণাম (সনেট কবিতা)

আবারও ডুবে গেল নক্ষত্র একটা !
এভাবেই ঝরে পড়ে আমাদের আশা,
থামিয়ে দিলেন তার, দীপ্ত পায়ে হাঁটা
দেশের জন্য রইল, শুধু ভালবাসা।
নূরুলদীন আছেন, পড়েনিকো ভাটা,
ভালইবেসেছে শুধু করেনি হতাশা,
ভালবেসেছেন দেশ, আর মাতৃভাষা
ছিল না অহংকার, চলা সাদামাটা।


কবি শামসুল হক, তোমায় প্রণাম
ভুলেও ভূলবনাকো, ভূলবে না জাতি
দিকে দিকে উচ্চারিত হচ্ছে তব নাম
তোমার কর্মের কভূ হবে নাকো রাতি,
ভূলবেনাকো তোমায় এই ধরা ধাম
তোমায় নিয়েই সবে, করে মাতামাতি।

No comments:

Post a Comment