বিজয় মানেই আনন্দ
বিজয়ের দিন এলেই আনন্দ দোলা দেয় মনে,বিজয় মানেইতো আনন্দ,
সেই সাথে ভিজে ওঠে চোখের কোণ
তাদের জন্য, আমার যে ভাইয়েরা তাদের তাঁজা রক্ত ঢেলে দিয়ে,
আমাদের হাতে তুলে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা।
তারা আর কখনো চায়ের দোকানের আড্ডায়,
অংশ নিবে না, কখনো তারা শাসন করবে না আমাদের,
আমরা যারা, বাগানের ভিতর বসে গোপনে সিগারেট ধরাই।
তারা আর কখনো পরিবারের সবার সাথে বসবে না,
রাতের খাবারের জন্য,
তাকিয়ে দেখবে না জোছনা ভরা আকাশের দিকে,
অপার সৌন্দর্যে ভরা বাংলাদেশকে দেখার জন্য
খালি পায়ে হেঁটে বেড়াবে না শিশির ভেজা ঘাসের উপর দিয়ে।
আমাদের মনের আকাশে চিরকাল তারা জ্বল জ্বল করে জ্বলবে
ঐ আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো,
কখনোই তাদের আমরা ভুলবো না।
বিজয় মানেইতো আনন্দ,
তাই বিজয়ের আনন্দে মেতে উঠি সবাই।
শত্রু তখনো ছিল, এখনো আছে তার বীজ, অঙ্কুর সহ লতাগাছ,
এই শত্রুর মুখে থুথু ছিটিয়ে, বিজয়ের আনন্দ করি,
আমাদের স্বাধীনতার মহীরূহের পদতলে
তার ঘনসবুজ পল্লবের আবরনের নিচে পড়ে
সূর্যালোকের অভাবে, একদিন ধ্বংস হয়ে হারিয়ে যাবে সেসবশত্রু,
আর তাদের বড় হবার স্বপ্নসহ মিশে যাবে এই স্বাধীন বাংলার মাটির তলায়।
বিজয় মানেইতো আনন্দ,
তাই সবাই মিলে বিজয় দিবসের আনন্দে মেতে উঠি।
No comments:
Post a Comment